কৌতুহল হওয়ায়, উইকিপিডিয়াতে একটু পড়ে দেখলাম - নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুষ্কাল ছিল পঞ্চম কি ষষ্ঠ খ্রীষ্টশতক থেকে ১১৯৭ খ্রীষ্টাব্দ। এদিকে পীথাগোরাস, ইউক্লিড, আর্কিমিডিস, এরিস্টটলরা সবাই খ্রীষ্টপূর্বাব্দেই ইহলোকের মায়া ছেড়েছেন। জুলিয়াস সিজার এর গুপ্তহত্যাও ঘটে ৪৪ খ্রীষ্টপূর্বাব্দে। এঁরা যদি বাঁদরের চেয়ে সামান্য ওপরে থেকে থাকেন, তাহলে মানতেই হবে, সভ্যতার জন্যে হুমায়ুন আহমেদ অসাধারণ কোন মানদন্ড ব্যবহার করেছিলেন অথবা "পশ্চিমারা" বলতে উনার খুব ব্যক্তিগত কোন ধারণা ছিল, যেটা আমার অজানা। অবশিষ্ট সম্ভাবনাগুলি এরকমঃ আমাদেরকে অনুপ্রাণিত করতে গিয়ে তিনি একটু লাগামছাড়া হয়ে পড়েছিলেন, যে কোন কারণেই হোক আমাদের আবেগে নাড়া দিতে চেয়েছিলেন তিনি, ইত্যাদি।
No comments:
Post a Comment