কপট হাসি, কলহাস্য, কষ্ট করে হাসা, কষ্টের হাসি, কামনার হাসি, কাষ্ঠহাসি, কুটিল হাসি, কোমল হাসি, ক্রূর হাসি;
খিকখিক করে হাসা, খিলখিল করে হাসা, খ্যাকখ্যাক করে হাসা;
গড়াগড়ি খেয়ে হাসা, গদগদ হাসি, গমকে-গমকে হাসা, গর্বিত হাসি, গা দুলিয়ে হাসা, গা জ্বালানো হাসি, গালভরা হাসি, গোলামের হাসি;
ঘুম জড়ানো হাসি, ঘৃণা মেশান হাসি;
চতুর হাসি, চিকন হাসি, চোখে হাসির ঝিলিক, চোখের কোণে হাসি;
ছলনার হাসি, ছ্যাবলামো হাসি;
জল্লাদের হাসি;
ঠাট্টার হাসি, ঠাঠা করে হাসা, ঠোঁটের কোণে হাসি;
তাচ্ছিল্যের হাসি, তোষামোদি হাসি, তৈলাক্ত হাসি, তৃপ্তির হাসি;
দম ফাটানো হাসি, দন্তবিকশিত হাসি, দাঁত বের করে হাসা, দুষ্টুমি হাসি, দেখন হাসি, দেঁতো হাসি;
ধরাপড়া হাসি;
নির্মল হাসি, নিঃশব্দ হাসি, নিষ্পাপ হাসি, নুরানি হাসি;
পরাজিতের হাসি, পেট ফাটান হাসি, পেট চেপে ধরে হাসা, প্রাণ খুলে হাসা;
বজ্রহাসি, বাঁকা হাসি, বিদায়ের হাসি, বিষাদমাখা হাসি, বোকার হাসি;
মাতালের হাসি, মিষ্টি হাসি, মুক্তির হাসি, মুচকি হাসি, মোসাহেবি হাসি, মৃদু হাসি;
রক্ত জল করা হাসি;
লোভাতুর হাসি;
শয়তানি হাসি, শুকনো হাসি;
স্নিগ্ধ হাসি, স্মিতহাস্য;
হায়েনার হাসি, হাহা করে হাসা, হেরে যাওয়া হাসি।
No comments:
Post a Comment