অনেকদিন পর বাংলা-তৃষা মাথাচাড়া দিয়েছে। প্রিয় অক্ষরে আঁকিবুকি কাটতে চায় মন। তবে তাই হোক...
অস্থির লাগছে। কটা কাজ জমেছে। অনতিদূরে সময়ের সীমা ওঁত পেতে, ঝাঁপাতে চায় অসাবধানী স্কন্ধে। নীরব রাত। ঝাঁ-ঝাঁ, বোঁ-বোঁ কর্ণকুহরে বাতাসের বহুকণ্ঠী আলাপন, অস্ফুট বক্তব্য তার অনুস্মৃতি'কে করে আপ্যায়ন।
No comments:
Post a Comment