- পথের পাঁচালি, অপরাজিত, এবং অপুর সংসার (The Apu Trilogy) (1955, 1956, 1959): কাহিনী বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি এবং অপরাজিত উপন্যাস দুটি থেকে নেয়া। পথের পাঁচালি সত্যজিত রায়ের শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস।
- পরশ-পাথর (The Philosopher's Stone) (1958)
- জলসাঘর (The Music Room) (1958): তারাশঙ্কর বন্দ্যাপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত।
- দেবী (The Goddess) (1960): প্রভাত কুমার মুখার্জির দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত।
- Rabindranath Tagore (1961): রবীন্দ্রনাথ ঠকুরের জীবনী নিয়ে প্রামাণ্য চিত্র।
- তিন কন্যা (Three Daughters) (1961): রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি ছোট গল্পঃ পোস্টমাস্টার, মণিহারা, ও সমাপ্তি অবলম্বনে নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংকলন। মণিহারা একটি ভৌতিক গল্প।
- অভিযান (The Expedition) (1962): তারাশঙ্কর বন্দ্যাপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত।
- কাঞ্চনজঙ্ঘা (Kanchenjungha) (1962): সত্যজিত রায়ের প্রথম রঙ্গীন এবং স্বরচিত কাহিনী'র চলচ্চিত্র।
- মহানগর (The Big City) (1963): নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প অবলম্বনে নির্মিত।
- চারুলতা (The Lovely Wife) (1964): রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্প অবলম্বনে নির্মিত। সমালোচক-নন্দিত এবং সত্যজিত রায়ের নিজের মতে তার সব চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে নিখুঁত।
- কাপুরুষ ও মহাপুরুষ (The Coward and The Holy Man) (1965): প্রেমেন্দ্র মিত্রের ছোটগল্প একজন জনৈক কাপুরুষ অবলম্বনে নির্মিত হয়েছে কাপুরুষ। মহাপুরুষ নির্মিত হয়েছে পরশুরামের গল্প বিরিঞ্চিবাবা অবলম্বনে।
- নায়ক (The Hero) (1966): কাহিনী সত্যজিতের স্বরচিত।
- চিড়িয়াখানা (The Zoo) (1967): শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের একটি কাহিনী অবলম্বনে নির্মিত।
- Goopy Gyne Bagha Byne (1968): সত্যজিত রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী'র গল্পাবলম্বনে নির্মিত হাস্যরসাত্মক গীত-প্রধান চলচ্চিত্র।
- অরণ্যের দিনরাত্রি (Days and Nights in the Forest) (1970): সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত।
- প্রতিদ্বন্দী, সীমাবদ্ধ, এবং জনঅরণ্য (Calcutta Trilogy) (1971, 1972, 1976): প্রতিদ্বন্দী সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত। বাকি দু'টি চলচ্চিত্রঃ সীমাবদ্ধ ও জনঅরণ্য নির্মিত হয়েছে মণি শংকর মুখার্জি'র উপন্যাস অবলম্বনে।
- অশনি সংকেত (The Distance Thunder) (1973): ১৯৪৪-১৯৪৫ সালে বৃহত্তর বাংলা'র মন্বন্তরকে কেন্দ্র করে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত।
- সোনার কেল্লা (The Golden Fortress) (1974): সত্যজিত রায়ের স্বরচিত ফেলুদা সিরিজের গোয়েন্দাকাহিনী অবলম্বনে নির্মিত।
- Shatranj Ke Khilari (The Chess Players) (1977): মুন্সি প্রেমচান্দ রচিত হিন্দী ছোটগল্প অবলম্বনে নির্মিত।
- জয় বাবা ফেলুনাথ (The Elephant God) (1978): ফেলুদা সিরিজের আরেকটি কাহিনী অবলম্বনে নির্মিত।
- হীরক রাজার দেশে (The Kingdom of Diamonds) (1980): গুপি গাইন বাঘা বাইন এর উত্তরপর্ব।
- ঘরে-বাইরে (The Home and the World) (1984): রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত।
- Sadgati (The Deliverance) (TV 1984): মুন্সি প্রেমচান্দের গল্প অবলম্বনে নির্মিত, ৪৫ মিনিটের চলচ্চিত্র।
- শাখা-প্রশাখা (The Branches of the Tree) (1990): সত্যজিত রায়ের স্বরচিত কাহিনী।
- আগন্তুক (The Visitor) (1991)
Sunday, August 14, 2011
Films of Satyajit Ray (1921-1992) that I have enjoyed so far...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment